• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

১২০ টাকার পণ্য মাত্র ৫ টাকায় কিনে আনন্দিত ওরা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ১ জুন ২০২৪

ফন্ট সাইজ
১২০ টাকার পণ্য মাত্র ৫ টাকায় কিনে আনন্দিত ওরা

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট ফুল এর উদ্যোগে ৫ টাকায় পুষ্টি কর খাবার ও পরিছন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের শতাধিক মহিলা সদস্যদের মাঝে ৫ টাকার বিনিময়ে ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট লুডুস এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার বিক্রয় করে সংগঠনটি।

শনিবার (১ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের বৈশ্যপাড়া ও মিস্ত্রি পাড়া এলাকায় এসব উপকরণ তুলে দেন সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর মোঃ তোতা মিয়া,  সমাজ ও  কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান প্রমুখ।

মাত্র ৫ টাকা দিয়ে ১২০ টাকার পণ্য কিনে দরিদ্র কাজলী রাণী বলেন, “মোর খুব উপকার হইল বাহে। ভগবান তোমার ভালো করুক।”

কাউন্সিলর তোতা মিয়া বলেন, ফুল র্দীঘদিন ধরে সমাজে ভাল ভাল কাজ করে আসছে। ফুল এর এমন উদ্যোগ চলমান থাকুক।

গণমাধ্যম কর্মী সফি খান বলেন, ফুল এর আজকের নতুন একটি উদ্যোগ দেখে এবং এখানে এসে খুবই ভালো লেগেছে। তাদের পুষ্টি ক্লাবের এ উদ্যোগ দেখে আমি অভিভূত ।

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “আজকে নির্বাচিত শতাধিক নিম্ন আয়ের নারী সদস্যকে ৫ টাকার বিনিময়ে পুষ্টি কর খাবার ও পরিছন্ন উপকরণ বিক্রি করা হলো ফুল এর পক্ষ থেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2