• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১১২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার নারী-পুরুষের যাবজ্জীবন 

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৫, ২ জুন ২০২৪

ফন্ট সাইজ
১১২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার নারী-পুরুষের যাবজ্জীবন 

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম গতকাল রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার পাথরঘাটার মৃত ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫২), যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো. সাঈদ হোসেন কালুর পুত্র জাহিদ হোসেন সুমন (২৬) ও শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট প্রথম প্রহর রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যারবের একটি আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২,তারিখ-০১.০৮.২০১৯ইং।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2