• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চরফ্যাশনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত

ভোলা প্ৰতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২ জুন ২০২৪

ফন্ট সাইজ
চরফ্যাশনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত

ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে ৫টি সম্পূর্ণ ও ১২টি আংশিক বিধ্বস্ত হয়েছে। পাঠদান কক্ষের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে।

গফুরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার স্কুলটি পুরো মাটিতে পড়ে গেছে। এখন পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। বিদ্যালয়টি দ্রুত গতিতে স্থাপন না করা হলে স্থানীয় শিশুদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হবে।

মিনাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, তার প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। দ্রুত বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

এছাড়াও ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়টিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দের জন্য প্রেরণ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2