• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ডাকাতির আট মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৪৩, ১০ জুন ২০২৪

ফন্ট সাইজ
ডাকাতির আট মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতির ৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার বরেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ এর সদর দপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দাতথ্যের মাধ্যমে জানতে পারে ডাকাতি মামলার দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী গাইবান্ধাজেলা সদরের ঢোলভাঙ্গা এলাকায় অবস্থান করে। 

সেই তথ্যে সোমবার বিকালে আসামি ভবেশ চন্দ্রসরকার (৪৩) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার কাশদহ এলাকার মৃত নরেশ চন্দ্রসরকারের ছেলে। 

গ্রেফতারকৃত ভবেশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে অপরাধ শিকার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামিকে গাইবান্ধা কতোয়ালী থানায় হস্তাস্তর করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2