• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৬ বছর বয়সেই ডাকাতদলের সর্দার রবিজুল শেখ!

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:০২, ১৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
২৬ বছর বয়সেই ডাকাতদলের সর্দার রবিজুল শেখ!

বয়স মাত্র ২৬, আর এ বয়সেই গড়ে তুলেছে পুরোদস্তুর একটি ডাকাত দল। সেই দল নিয়ে গতমাসে একটি বাড়িতে হানা দিয়ে লুট করে নেয় নগদ টাকা ও মালামাল। র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে তাদের ডাকাতদলের সন্ধান। এরপর ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর একটি ক্লুলেস ডাকাতি ঘটনার মূলহোতা এই দুর্ধর্ষ ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানান।

গ্রেফতার এই ডাকাত সর্দার মো. রবিজুল শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। 

র‌্যাব জানায়, গত ২২ মে রাত ৩ টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানার জুঙ্গুরদী এলাকায় মোঃ শাতাদাত মুন্সির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ সবমিলিয়ে অর্ধলাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ভিকটিম নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করা হয়। 

এদিকে, ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার  (১৩ জুন) অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রবিজুলকে।

র‌্যাব কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সরদার। সে বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2