• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শনিবার খুলছে বেনজীরের রিসোর্ট, টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২৫, ১৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
শনিবার খুলছে বেনজীরের রিসোর্ট, টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্ক জেলা আগামীকাল শনিবার (১৫ জুন) থেকে খুলে দেয়া হচ্ছে । ফলে  দর্শনার্থীরা এ দিন থেকে এই পার্কে প্রবেশ করতে পারবেন।

১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়  শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারনের জন্য পার্কটি খুলে দেয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১’শ টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেওয়া হবে। বন্ধ থাকবে কটেজ । আর এ পার্ক থেকে  আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। 

গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয়  গোপালগঞ্জ জেলা প্রশাসন। 

অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুদক।

বৃহস্পতিবার (১৩ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জ সদর ( সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম), গোপালগঞ্জের আওতাধীন সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভারদের কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ গ (৩) বিধি অনুযায়ী নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে কমিশন কর্তৃক কমিটি গঠন করা হলো।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানকে সদস্য সচিব করে ৬ সদস্যের এ কমিটি করা হয়। 

কমিটির অন্য সদস্যারা হলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

কমিটিকে বর্ণিত রিসোর্ট ও পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং রিসিভারদের কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কমিটি তাদের কার্যক্রম নিয়মিতভাবে কমিশনকে অবহিত করবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সদস্য সচিব ও  দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ  জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান এসব তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, শনিবার  সকাল ৮ টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি খুলে দেওয়া হবে। বিকেলে নবগঠিত পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2