ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে ব্রহ্মপুত্র পাড়ের মানুষের

ব্রহ্মপুত্রের ভাঙন রোধের কর্মযজ্ঞ চলছে গাইবান্ধার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে। এতে স্বস্তি নদী পাড়ের মানুষের। দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন হতে দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভাঙনে নিঃস্বরা।
বছরের পর বছর ভাঙনের খেলা খেলছে ব্রহ্মপুত্র। নিঃস্ব মানুষের আহাজারি থামাতে এবার সেই ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ী ইউনিয়নে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পুরাতন ব্রহ্মপুত্র. ধরলা, তুলাই এবং পূনর্ভবা নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রের সংযোগস্থলের অফটেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে খুশি নদী তীরের মানুষ।
পাশাপাশি ৩০ কিলোমিটার অফটেক থেকে শুরু করে দু'মাসের মধ্যে নদী খনন কাজ শেষ করার আশ্বাস বিআইডাব্লিউটিএর।
প্রকল্পটির ব্যয় ৭৫ কোটি টাকা। আর নদী খনন কাজে ব্যয় হবে ২ হাজার ৫০০ কোটি টাকা। এরেন্ডাবাড়ী ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী প্রতিরোধের জন্য কাজ শুরু করতে পেরে স্বস্তি গাইবান্ধা-পাঁচের সংসদ সদস্যেরও।
ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়েছে হাজারো পরিবার। বাঁধে আশ্রয় নিঃস্ব অনেকের। কেউ কেউ ছেড়েছেন এলাকাও। তাদের দাবির জেরেই চলছে ভাঙন ঠেকানোর কাজ।
বিভি/রিসি
মন্তব্য করুন: