• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাঁপাইনবাবগঞ্জ

কোটা সংস্কার আন্দোলনের ৫ শিক্ষার্থী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩১, ১৮ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
কোটা সংস্কার আন্দোলনের ৫ শিক্ষার্থী আটক

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের ৫ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) রাতে ২ জনকে এবং বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের সেন্টু মার্কেট ও নিউ মার্কেট এলাকা থেকে ৩ জন কোটা সংস্কার আন্দোলনকারীকে আটক করে সদর মডেল থানা পুলিশ। 

এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিলের জন্য নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, কোটা আন্দোলনকে ঘিরে যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি না হয় সেলক্ষ্যে পুলিশ সকাল থেকেই সচেষ্ট রয়েছে। বুধবার দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১০০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। তবে কখন ও কোথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান। পরে বুধবার রাতেই টিপু সুলতান ও কালু নামের দুই আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার আটক তিনজনের নাম পরিচয় সংবাদকর্মীদের জনায়নি পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কমপ্লিট শাটডাউনের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি চাঁপাইনবাবগঞ্জে। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস ট্রেন। এছাড়াও দূরপাল্লার বাস, ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। এমনকি সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2