সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসীদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) বিকালের দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তরও এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: