• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:০৫, ২৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করছে। এখনো পানি বন্দি হয়ে আছে লাখো মানুষ। 

তবে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করছে বিভিন্ন সেচ্ছা সেবী সংগঠন।  তবে কিছু কিছু এলাকার রাস্তা থেকে পানি নামলেও রাস্তাঘাটের  ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। 

পিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে,এখন পর্যন্ত ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে ২ জন, রাঙ্গুনিয়ায় একজন ও হাটহাজারীতে বিদ্যুতপৃষ্ট হয়ে একজন মারা গেছে। চট্টগ্রামের দশ উপজেলায় আড়াইলাখেরও বেশি মানুষ পানি বন্দি।  আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৯ হাজারের বেশি মানুষ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2