• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তলিয়ে গেছে ফেনীর বিস্তীর্ণ এলাকা, আশ্রয়ের খোঁজে লাখো মানুষ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৪, ২৫ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
তলিয়ে গেছে ফেনীর বিস্তীর্ণ এলাকা, আশ্রয়ের খোঁজে লাখো মানুষ

নজিরবিহীন বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা। বাঁচার লড়াইয়ের পাশাপাশি এখনো আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ফেনীর ছয়টি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত গ্রাম এখনো পানির নিচে। 

টানা বৃষ্টি আর উজানের ঢলে লাখ লাখ লোক এখন পানিবন্দি। বিশেষ করে ফেনী সদরসহ ছয় উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে। সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর। এসব উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা ডুবে গেছে। 

যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয়কেন্দ্র, স্থানীয় দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই বিদ্যুৎ নেই; নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন, তা-ও জানা যাচ্ছে না। এসব এলাকায় সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করছে সামরিক বাহিনী। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2