• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আশুলিয়ায় আবারও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশিত: ১৬:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আশুলিয়ায় আবারও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

চাকরি প্রত্যাশী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ার অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ জানায়, আজ সকালে যথা নিয়মে কারখানায় যান শ্রমিকেরা। কিন্তু কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পরে শ্রমিকেরা ছুটি ঘোষণা করা কারখানা থেকে বের হয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে সেসব কারখানায়ও ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার ছোট-বড় অন্তত ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  

এদিকে, কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় এখনও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ে সড়কটিতে চলাচল করা যানবাহনের যাত্রীরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2