ফেনীর বন্যায় ঘরহারা ৬ পরিবারকে ঘর নির্মাণে বাংলাভিশন পরিবারের অর্থ সহায়তা
ভয়াবহ বন্যায় ফেনীতে ঘর হারিয়ে নিঃস্ব ৬ পরিবারকে ঘর পুনর্নির্মাণ করতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাভিশন পরিবার। একই সঙ্গে ৫০টি পরিবারকে ১৫ দিনের উপযোগী বাজারের খাদ্য সামগ্রীও দিয়েছে তারা।
বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাভিশনের সংবাদকর্মীদের একটি দল ফেনীতে এসে সরেজমিন দেখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ঘর পুনর্নির্মাণে অক্ষম ৬টি পরিবারের হাতে আর্থিক সহায়তা এবং ৫০ পরিবারকে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী বিতরণে বাংলাভিশন পরিবারকে স্থানীয়ভাবে সহায়তা করে সোনাগাজীর তরুণ্যভিত্তিক সমাজসেবী সংগঠন স্পর্শ সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা।
এর আগে বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের আয় থেকে সাধ্যমতো সহায়তা দেন বাংলাভিশনে কর্মরত সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের এমন উদ্যোগে সাড়া দিয়ে অংশ নেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও। সবার থেকে তোলা টাকা নিয়ে ঢাকা থেকে ফেনীতে আসা বাংলাভিশন পরিবারের প্রতিনিধিরা সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদীর তীরবর্তী এলাকায় ঘুরে ঘুরে অধিক ক্ষতিগ্রস্ত এবং পুনর্বাসনে অক্ষম তিনটি পরিবারকে বাছাই করে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা বুঝিয়ে দেন। পরে একই উপজেলার আহমদপুরের একটি পরিবারকে, ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের একটি পরিবারকে এবং দাগনভূঁইঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের একটি পরিবারকে ভেঙে যাওয়া ঘর পুনর্নির্মাণ করতে নগদ অর্থ বুঝিয়ে দেন।
এ সময় বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস ও রিশান নাসরুল্লাহ, স্টাফ রিপোর্টার কেফায়েত শাকিল, ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মো. জহুরুল হক জনি, ডেপুটি কো-অডিনেটর খালেদুল ইসলাম (রনি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: