• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, পানির নীচে ডুবে আছে শহর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কক্সবাজারে রেকর্ড বৃষ্টি, পানির নীচে ডুবে আছে শহর

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় দেশের রেকর্ড ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির দেশের রেকর্ড এটি। মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ৩টা থেকে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে যা বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বেলা ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০১মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে দেশে এটিই একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ।

এদিকে নবাগত জেলা প্রশাসক সালাহ উদ্দিন জানিয়েছেন পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বত্র সতর্ক করা হচ্ছে। উপজেলা ওয়ারি ইউএনওদের মানুষের পাশে থাকতে বলা হয়েছে। 

এদিকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ ওয়ার্ডের দক্ষিণ ডিককুল গ্রাম ও উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: