• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা এটি। তাপমাত্রা আরো কমবেশি হতে পারে বলে জানিয়েছে জেলা অবহাওয়া অফিস।  

এদিকে, হাড়কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় জনজীবনে জবুথবু অবস্থা বিরাজ করছে। প্রচন্ড শীতে বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীত উপেক্ষা করে জীবন বাঁচানোর তাগিদে তারা আয়-রোজগারে বের হচ্ছেন। কেউমাঠে কৃষি কাজ করছেন, কেউ আবার ভ্যান রিক্সা চালাচ্ছেন। জেলায় ছিন্নমূল মানুষের অবস্থা খুবই অসহনীয়। গরম কাপড়ের অভাবে প্রচন্ড শীতে কষ্ট করছেন তারা। আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও মাঝে মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। আর এই হাড়কাঁপানো শীতে শিশু ও বয়স্কদের মাঝে শীতজনিত রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ (বুধবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৮ শতাংশ। গতকাল সোমবার তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামছুর রহমান তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদেরকে হাত মোজাসহ শরীরে গরম কাপড় পরিয়ে রাখতে হবে এবং ভোরে তাদের বাইরে বের করা যাবেনা। বিশুদ্ধ পানি পান করাতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2