• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ধানক্ষেতে মিলল ১২ ফুট লম্বা বিশাল অজগর সাপ

প্রকাশিত: ১৯:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ধানক্ষেতে মিলল ১২ ফুট লম্বা বিশাল অজগর সাপ

ধানক্ষেতে মিলল ১২ ফুট লম্বা বিশাল অজগর সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল বলেন, পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন একটি ধান ক্ষেতে বাড়ির লোকজন বিশাল আকৃতির একটা অজগর সাপ’কে দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে খবর দিলে আমি সেই ধান ক্ষেত থেকে বিরাট আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল আরো বলেন, উদ্ধারকৃত সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হতে পারে।

সাপটির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোঃ শহিদুল ইসলাম এর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: