মরে পড়ে ছিল আঙ্গার আলী, ধরতেই প্রাণ গেল হাসিনা-রেশমার
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিতহ তিনজন হলেন- কৃষক আঙ্গার আলী, তার ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন। সোমবার সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এ ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রবিবার রাতে বাড়ির পেছনের বাগানে যায়। সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা যান তিনি। সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: