রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

রাজবাড়ীর পাংশায় দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: বহলাডাঙ্গা পশ্চিম পাড়ার অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৫), আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।
রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা আর্মি ক্যাম্প ও পাংশা মডেল থানার একটি আভিযানিক দল বহোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ তিন সন্ত্রাসীকে আটক করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার জানান, আটক সজলের বিরুদ্ধে একটি অস্ত্র ও তিনটি ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে আটক তিনজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: