• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের ২ উপজেলায় এখনো পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ৭ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ময়মনসিংহের ২ উপজেলায় এখনো পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

গত দুদিন ভারি বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুই উপজেলায় এখনো পানিবন্দি প্রায় অর্ধলক্ষাধিক মানুষ।

ধোবাউড়া উপজেলায় প্লাবিত ৭টি ইউনিয়নের মধ্যে এখনো ৩টি ইউনিয়নের ১০ হাজার পরিবার পানিবন্দি। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ তলিয়ে থাকায় আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়। ফলে গবাদিপশু, গো-খাদ্য এবং নিজেদের খাবার মহাবিপাকে তারা। 

এদিকে হালুয়াঘাট উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে সদর, কইচাপুর ও নড়াইল এই ৩টি ইউনিয়নে প্রায় ১০ হাজার পরিবার এখনো পানিবন্দি। দুই উপজেলায় ১০ টন করে চাল ও নগদ এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে প্রশাসন। 

তবে এটা খুবই অপ্রতুল। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষ থেকে শুকনো খাবারসহ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2