• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে জীবন গেল গৃহবধূর!

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ১০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে জীবন গেল গৃহবধূর!

নিহত গৃহবধূর স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুরুন নেছা (৫০) নামের এক গৃহিনীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের মামুন বলেন, বুধবার রাত ১২ টায় তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হন। তবে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে বের হন। এসময় বাড়ির পাশে টিউবলের সামনে তিনি মাথায় এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর মুর্মূর্ষ অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। পরে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2