• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষ, প্রাণ গেল অপুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ১৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষ, প্রাণ গেল অপুর

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।  রবিবার বিকালে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জ্জন দেওয়ার আগ মুহুর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকালের দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয় এতে অপুসহ কয়েকজন আহত হয়। 

স্থানীয়দের সহযোগীতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্ব চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2