• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেছন থেকে ধাক্কা দিলো গাড়ি, বাইক থেকে ছিটকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:০৭, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পেছন থেকে ধাক্কা দিলো গাড়ি, বাইক থেকে ছিটকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন বন্ধু। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অন্য প্রান্তে ছিটকে পড়ে। এতে তারা ঘটনাস্থলে মারা যান। এ সময় পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার হয়েছে। পরে স্বজনরা এসে তাদের মরদেহ শনান্ত করেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় একটি মামলা কারা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2