• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জেল পুশ করা চিংড়ি পেয়ে পুতে ফেললো ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
জেল পুশ করা চিংড়ি পেয়ে পুতে ফেললো ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানি যোগ্য চিংড়ির ওজন বাড়াতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার টিকেট গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানন আদালতে এ শাস্তি প্রদান করেন। 

অভিযুক্ত ব্যবসায়ীর নাম শ্যামল সরকার। তিনি উপজেলার টিকেট গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শ্যামল সরকারের বাড়িতে রপ্তানির পূর্বে চিংড়ি মাছে সাবু ও জেল জাতীয় দ্রব্য পুশ করে ওজন বাড়ানোর কাজ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ ভ্রাম্যমান আদালতের সদস্যরা। 

এসময় সেখান থেকে হাতে নাতে চিংড়িতে পুশ করা সামগ্রীসহ ৬৫ কেজি পুশকৃত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যবসায়ী শ্যামল সরকারকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের ২০২০) এর ৩১ এর ১ ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা অর্থদ্বন্ড প্রদান করা হয়। সেই সাথে ভবিষতে এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেন ওই ব্যবসায়ী। এদিকে জব্দকৃত ৬৫ কেজি গলদা চিংড়িসহ পুশ করা কাজে ব্যবহৃত সামগ্রী সমুহ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলার অন্যতম সম্পদ মৎস্য শিল্প। কিন্তু কিছু মানুষ অতি মুনাফার আশায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে এই জেলার মাছের সুনাম নষ্ট করছেন। চিংড়ির সুনাম ফেরাতে এবং নিরাপদ মাছ রপ্তানির জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় খাদ্যে ভেজাল ও অপদ্রব্য মেশানোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ, উপজেলা মৎস্য অফিসার সাজ্জাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খান, কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মঞ্জুর ইলাহি, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী সাদেক হোসেনসহ অন্যান্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2