• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোবাইল ফোনে ডেকে নেয়া ইদ্রিসের লাশ মিললো নদীতে

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ৮ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মোবাইল ফোনে ডেকে নেয়া ইদ্রিসের লাশ মিললো নদীতে

প্রবাসী উজ্জল হত্যার রহস্যের উন্মোচনের রেশ না কাটতেই আবারো ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার করেছেন মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর মিলনের ঘাটের উত্তর পাশ থেকে রুবেল (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দুই সন্তানের জনক। 

নিহতের স্ত্রী আঞ্জমানরা জানান, গত বুধবার রাতে তার স্বামীকে মোবাইল ফোন দিয়ে কে বা কারা বাড়িতে থেকে  ডেকে নেয়। তারপর রুবেল আর বাড়িতে ফেরেনি। আশেপাশে ও নিকট আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। শুক্রবার সকালে লোকজনের কাছে খবর পেয়ে পাশের সিংগাইর থানা এলাকার ফোর্ডনগর মিলনের ঘাটে নদীতে  ভাসমান লাশের খবর পেয়ে সেখানে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। 

নিহতের লাশের মাথায় একাধিক কুপের চিহ্ন দেখে আঞ্জুমানারা নিশ্চিত করে বলেন, তার স্বামীকে মোবাইল ফোন দিয়ে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নদীতে  লাশ ফেলে দেয়। এ নৃশংস হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেন তিনি। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে  প্রেরণ করেন।

লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই জয়নূল আবেদীন জানান, নিহতের মাথায় চারটি, বাম কানের নিচে একটি কুপের আঘাত রয়েছে। গলার শ্বাসনালি রক কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড। 

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ মোশারফ হোসেন বলেন, ধামরাই থানা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির সিংগাইর থানা এলাকায় লাশ উদ্ধার। এখানে ঘটনাস্থল দুইটি। দুই থানা পুলিশ সমন্বয় করে যে কোন এক থানায় হত্যা মামলা নেওয়া  হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2