• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুভলং চ্যানেল পাড়ি দিয়ে প্রথম রাসেল, একমাত্র নারী সোহাগী

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শুভলং চ্যানেল পাড়ি দিয়ে প্রথম রাসেল, একমাত্র নারী সোহাগী

রাঙ্গামাটির শুভলং চ্যানেল ১৩.৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বরগুনার মোঃ সাইফুল ইসলাম রাসেল। শনিবার (১৬ নভেম্বর) “কাপ্তাই লেকে সাঁতার কাটবে ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো হয়” এই শ্লোগানে রাঙ্গামাটিতে প্রথম সুভলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০ জন সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্টে কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শামিম হোসেন উপস্থিত ছিলেন।

শুভলং চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হওয়া সাইফুল ইসলাম রাসেল সময় নিয়েছেন ৩ ঘন্টা ৫৪ মিনিট। দ্বিতীয় হয়েছেন সাতক্ষিরার মোঃ তৌফিকুজ্জামান (৪ ঘণ্টা ৩৬ মিনিট), তৃতীয় স্থানে ছিলেন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার এস,আই,এম ফেরদৌউস আলম (৪ ঘণ্টা ৪৩ মিনিট), রাঙ্গামাটির লংগদুর ছেলে হাফিজুর রহমান ৪ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে চতুর্থ হয়েছেন। 

পঞ্চম হয়েছেন রাঙ্গামাটির নাণিয়ারচর উপজেলার জয়তু দাশ, তিনি সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৫৬ মিনিট। এই প্রতিযোগিতায় একমাত্র নারী প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে ৬ষ্ঠ হয়েছেন  গাইবান্দরার মোছা. সোহাগী আক্তার। তিনি সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৬ মিনিট। 

সপ্তম হয়েছেন রাঙ্গামাটির রাজেশ চাকমা। তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ১০ মিনিট। অষ্টম  স্থান কুমিল্লার মোঃ আল আমিন আকিক তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ১৫ মিনিট। ৯ম হয়েছেন পাবনার মোঃ জামিল হোসেন তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ২২ মিনিট। ১০ হয়েছেন নীলফামারীর মোঃ ইমরান ফরহাদ তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ৩০ মিনিট। অন্যান্যরা বিভিন্ন সময়ে এসে তাদের টার্গেট পূরণ করেন। 

কাপ্তাই হ্রদে সাঁতার আয়োজনে উদ্যোক্তা রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার এস এম ফেরদৌস হোসেন বলেন, কাপ্তাই হ্রদ একটি বিশাল হ্রদ, এই হ্রদ এলাকা থেকে অনেক সাঁতারু উঠে আসার কথা কিন্তু জাতীয় পর্যায়ে একজন রাঙ্গামাটির সাঁতারু নেই। তাই এই সাঁতার টাকে পাহাড়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন।

এর আগে সকাল ৮ টা ৪৭ মিনিটে রাঙ্গামাটি শুভলং আর্মি জোন থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এই ধরনের কোন ধারণা ছিল না। রাঙ্গামাটির শুভলং চ্যানেল নামে একটি চ্যানেল রয়েছে। আমরা আজকে এই চ্যানেলটি দেশ ও বিশ্ববাসীর কাছে পৌছে দিলাম। এই প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে এই চ্যানেলের দ্বার উন্মোচিত হলো। আমি আশা করছি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আগামীতেও সুন্দর প্রাকৃতিক মনোরম ঘেরা এশিয়ার বৃহত্তম এই কাপ্তাই হ্রদ সুইমারদের জন্য একটি আকর্ষনীয় স্থান হয়ে দাঁড়াবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2