• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাহাড়ি-বাঙালি ঐক্য বাড়াতে ভূমিকা রাখবে রিজিয়ন কাপ: ব্রি. জে. আমান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১৭ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পাহাড়ি-বাঙালি ঐক্য বাড়াতে ভূমিকা রাখবে রিজিয়ন কাপ: ব্রি. জে. আমান

খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল আমান

পাহাড়ের বসবাসরত মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হলে পাহাড়ের সার্বিক উন্নয়ন হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান। তিনি বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি বর্তমানে শান্ত। 

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার আরো বলেন, খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে দিয়ে পাহাড়ি-বাঙালির মধ্যে ঐক্য আরো বাড়বে। সেক্ষেত্রে রিজিয়ন কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রীতির খাগড়াছড়ির গড়ে উঠবে।

রবিবার (১৭ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আগামী ২৩ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টকে সামনে রেখে স্টেডিয়ামসহ পুরো খাগড়াছড়ি বর্ণিল সাজে সাজানো হচ্ছে। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাভিশন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2