• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

১৮০ মন জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ১৭ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১৮০ মন জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মন জাটকা ইলিশ, ১২ লক্ষ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় ট্রলার দুটি জব্দ করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারে তল্লাশি করে ১৮০ মন জাটকা ইলিশ ও ১২ লক্ষ মিটার কারেন্ট জাল পাওয়া যায়। এসময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জাটকা ইলিশগুলো স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জাটকাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অস্বচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিকর কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2