• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

পিকআপ পিষে দিলো বাস, সকালেই সড়কে ঝরলো ৪ প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১০:০৬, ১৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পিকআপ পিষে দিলো বাস, সকালেই সড়কে ঝরলো ৪ প্রাণ

মুখোমুখি সংঘর্ষের শিকার হওয়া বাস ও পিকআপ।

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লণ্ডভণ্ড হয়ে গেছে পিকআপ। এতে করে দিনের শুরুতেই টাঙ্গাইলের সড়কে ঝরেছে ৪ জনের প্রাণ। টাঙ্গাইলের মধুপু‌রে বাস ও পিকআপের সংঘ‌র্ষে ওই চারজনের মৃত্যু হ‌য়ে‌ছে। 

মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোর সাড়ে ৫টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়কের উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের কা‌ছে এই ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রা‌সেল আহ‌ম্মেদ ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সা‌থে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হয়। 

প‌রে গুরুত্বর আহতবস্থায় পিকআপে থাকা দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেয়া হ‌লে সেখানের তা‌দের মৃত্যু হয়। তা‌দের প‌রিচয় এখা‌নও পাওয়া যায়‌নি। দুর্ঘটনা কব‌লিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2