• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মক্ত করে দেওয়া হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার (২১ নভেম্বার) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ জাহাজ বানৌজা কপোতাক্ষ উন্মক্ত রাখা হয়। 

নৌবাহিনীর সকল নিয়ম মেনে যে কোন ব্যক্তি এ সময়ের মধ্যে যুদ্ধ জাহাজ ও জাহাজের সরঞ্জামাদি দেখার সুযোগ পাচ্ছেন। দুপুর ২ টায় জাহাজ উন্মক্ত করার কথা থাকলেও, সকাল থেকে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির সামনে উপস্থিত হয়। দুপুর ২ টা বাজার সাথে সাথে সারিবদ্ধ ভাবে সবাইকে জাহাজ পরিদর্শন করতে দেওয়া হয়। জাহাজে উপস্থিত দর্শনার্থীদের আস্ত্র,গোলাবারুদ ও গভীর সাগরে বাংলাদেশী জলসিমায় নৌবাহিনীর দায়িত্ব পালন পালন সম্পর্কে ধারনা দেন নৌ বাহিনীর সদস্যরা। 

এসময় উপস্থিত দর্শনার্থীরা জাহাজ দেখে আনন্দ উপভোগ করেন। কেউ কেউ প্রথমবার সামরিক বাহিনীর জাহাজ দেখার সুযোগ পেয়ে আবেগ উৎপুল্ল হয়ে পড়েন।  

এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্বদানকারী বীর শহিদদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় বিভিন্ন মসজিদে। এবং নৌবাহিনীর স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2