• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার চায় যশোরবাসী

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার চায় যশোরবাসী

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

রবিবার (১ ডিসেম্বর) যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার ঘটনার দশ দিন পার হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তৃতা করেন সাংবাদিক তৌহিদজামান, নূর ইমাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মিলন শেখ, ইমদাদ হোসাইন, মো. তারেক প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম, দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2