• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা ঢুকতেই কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট

প্রকাশিত: ০১:১৯, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:২২, ১১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা ঢুকতেই কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা ঢুকতেই কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট। এরপর ভারতীয় চ্যানেলের রিপোর্টারদের শিখিয়ে দেয়া কথা মিডিয়ার সামনে না বললে পাসপোর্ট ফেরত না দেয়ার হুমকি দেয়া হচ্ছে। সেইসব বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর তথাকথিত অত্যাচার-নির্যাতনের কল্পকাহিনী ছড়িয়ে দেয়া হচ্ছে নানাভাবে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার বিস্ময় প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। 

ভারতের এবিপি আনন্দ টিভিতে এই সাক্ষাৎকারটি দেন ফরিদপুর শহরের শুভ কর্মকার। তার এমন বক্তব্যে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভ ফরিদপুর শহরের নীলটুলীর স্বর্ণকারপট্টির নিউ গিনি ভবন জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে।

সাক্ষাৎকারে দাবি করা হয়, হিন্দুদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে। মন্দির-প্রাসাদ পুড়িয়ে দেয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। ভারতীয় চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশে হিন্দুদের ওপর এ ধরনের নির্যাতনের বর্ণনা শুনে পরিবার বিস্মিত। শুভ’র বাবা সুনীল কর্মকার ও মা দুজনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে তারা খুবই ভালো আছেন। সন্তানের এমন কাণ্ডে ক্ষমা প্রার্থনাও করেন তারা।

এদিকে, বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে দুই মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছেন দাবি করে 'দ্য ওয়াল' নামে আরেকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিয় সরকার। সে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি।

 

বিভি/এআই

মন্তব্য করুন: