সাঘাটায় মোটরসাইকেল শোডাউনে হামলা, ১৪৪ ধারা জারি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইন শৃঙ্খলা অবনতির আশংকায় উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে নাহিদুজ্জামান নিশাদ এর মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে দু’টি গ্রæপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সময় অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা, সমাবেশ ও মিছিল আয়োজন সম্পুর্ণ নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: