• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নৈশ প্রহরী ও শ্রমজীবীদের মাঝে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৭:১৬, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৪, ৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
নৈশ প্রহরী ও শ্রমজীবীদের মাঝে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

শৈত্য প্রবাহের মাঝে মাগুরা শহরের নিরাপত্তায় নিয়োজিত নৈশ প্রহরী ও রিক্সাওয়ালাসহ শ্রমজীবী শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। কার্যক্রমের প্রথম দিনে মাগুরা শহরে কর্মরত প্রায় ৩০ জনের মাঝে শীতবস্তু হিসেবে জ্যাকেট বিতরণ করা হয়। 

মাগুরার স্থানীয় বাংলাভিশনের প্রতিনিধি সাংবাদিক রবীন শরীফ, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, সাজ্জাদ হোসেন এই উদ্যোগ গ্রহণ করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব হোসেন সাংবাদিকদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব হোসেন বলেন, একটি শহরকে নিরাপদ রাখতে রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি রাতভর পাহারায় থাকা প্রহরীদের গুরুত্ব অপরিসীম। এই পরিস্থিতিতে তাদের জন্য এমন মহতি উদ্যোগ গ্রহণে সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে এই কার্যক্রমে সর্বাত্মক পাশে থাকবেন বলেও জানান। 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা বাংলাভিশনের স্থানীয় সাংবাদিক রবীন শরীফ জানান, চলমান শৈত্যপ্রবাহে কাতর শহরবাসী যখন রাত নামতেই সকলে নিজ ঘরে নিশ্চিন্তে রাত্রীযাপন করছেন সেই মুহূর্তে তাদের জানমাল রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি রাতভর নৈশ প্রহরীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। এছাড়াও রাতের বেলা অনেক রিক্সাওয়ালা আমাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। অথচ তাদের জুটছে না তেমন কোন সুযোগ-সুবিধা। সেই ভাবনা থেকেই সামান্য সামর্থ্য নিয়ে তাদের জন্য কিছু করার প্রচেষ্টা।

সাংবাদিকদ শেখ ইলিয়াস মিথুন জানান, প্রথম দিনে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করছি। রাতে জীবিকার তাগিদে যেই সকল মানুষ আমাদের সেবার কাজে নিয়োজিত রয়েছেন। তাদের জন্য এই প্রচেষ্টা চলমান রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2