• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মূলহোতা আটক, অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশিত: ১৫:৪১, ১৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মূলহোতা আটক, অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাতদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মূলহোতা আরিফ হোসেন প্রকাশ মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।  

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের সাথে ডাকাতদলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের দুই এসআইকে ছুরিকাঘাত করে ডাকাতদলের সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে দুইজন গ্রেফতার হলেও পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2