হাঁটছিলেন ট্রেন লাইনে, কাটা পড়ে গেলো প্রাণ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সজল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তার লাশ দৌলতকান্দি রেলস্টেশন সংলগ্ন জয়নগর রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহত সজল মিয়া (৪০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই ব্যক্তি রেললাইনে হাঁটছিলেন। এ সময় তার বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ছিলে ও কেটে যায়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। পরে তার লাশ রেলওয়ে ফাঁড়িতে এনে পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে পিবিআইয়ের সদস্যরা এসে তার নাম-পরিচয় শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে, তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: