খাগড়াছড়িতে সুপেয় পানির তীব্র সংকট

ছবি: সংগৃহীত
প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এ অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিয়েছে বনবিভাগ।
খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার প্রাণ- প্রকৃতি পরিবেশ ও প্রতিবেশের অন্যতম গুরত্বপূর্ণ উপাদান পাহাড়ি ছড়া ও ঝিরি। দুর্গম পাহাড়ের বাসিন্দারা সুপেয় পানির জন্য মূলত ছড়ার উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুম আসতেই পানির প্রবাহ নষ্ট হয়ে শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। বিপাকে স্থানীয়রা।
বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, পাহাড় ন্যাড়া করে চাষাবাদ করায় পানির সংকট তৈরি হয়েছে। জানান, দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষ দিয়ে বনায়ন সৃষ্টি করা হচ্ছে।
বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার ঝিরি ও ছড়ায় প্রাণ ফেরাতে পাহাড়খেকো ও বনখেকোদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
বিভি এ/আই
মন্তব্য করুন: