• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে হত্যা

প্রকাশিত: ১২:৪৯, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবার নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে হত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হত্যার সময় বখাটেরা উচ্চস্বরে বক্স বাজিয়ে গান বাজনা করে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আজগর ওই গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আলী আজগরের মেয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যাকে একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে আল আমিন উত্যক্ত করতো। গত সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আল আমিন তাকে ফের উত্যক্ত করে। এসময় ওই শিক্ষার্থী ঘটনাস্থল থেকে দৌড়ে নিজেকে রক্ষা করে এক অটোচালকের সহযোগিতায় বাড়ি ফিরে। ঘটনা পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করেন আল আমিনের বিরুদ্ধে।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আল আমিন ও তার কয়েকজন সহযোগী আলী আজগরের উপর চড়াও হয়। দোকান থেকে টেনে বের করে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার সময় সহযোগিদের কয়েকজন একটি অটোরিকশায় উচ্চ স্বরে গান বাজায় যাতে চিৎকারের শব্দ না বের হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলী আজগরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আল আমিন ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক।

বিভি এ/আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2