• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

 ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে

প্রকাশিত: ১৬:৩২, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩২, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
 ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি, মা মাছ রক্ষাসহ বিভিন্ন কারণে আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে রাঙ্গামাটির হ্রদে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহন নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এই সময়টাতে রাঙ্গামাটির ৮ ও খাগড়াছড়ির ২ উপজেলা নিয়ে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে না। তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে আগামী ৩১ জুলাই মাছ আহরণের শুরু হওয়ার কথা রয়েছে।

তবে, ৩০ এপ্রিল রাত ১২টায় হ্রদে মৎস্য আহরণ বন্ধ করা হলেও আহরিত মাছ রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে ১ মে দুপুর ১২টা পর্যন্ত অবতরণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া শুটকি জাতীয় মাছ আগামী ৩ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবতরণ করা যাবে।

গত ১৬ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ ও পরিবহণের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

মৎস্য অধিদপ্তরের হিসাবে, রাঙ্গামাটির রাজস্থলী ও কাউখালী ছাড়া বাকি ৮ উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি উপজেলা মিলে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ২৬ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। তিন মাস হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে হ্রদনির্ভর জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়ে থাকে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ গণমাধ্যমকে বলেন, কাপ্তাই হ্রদের মাছের উপর নির্ভর করে বছরে শতকোটি টাকার ব্যবসা হয়। এতে করে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি সাধারণ মৎস্য ব্যবসায়ীসহ এর সাথে জড়িত অন্যান্য ব্যবসায়ীরা লাভবান হয়। তাই, কাপ্তাই লেকে মৎস্য প্রজনন নিশ্চিত করতে এর সাথে জড়িত মৎস্য ব্যবসায়ীদের লেকে বন্ধকালীন আগামী ৩ মাস কাপ্তাই হ্রদে যাতে মাছ শিকার করা না হয় সেজন্য তিনি সকল মৎস্য ব্যবসায়ীকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় প্রায় ২৬ হাজার বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার কমান্ডার মোঃ ফয়েজ আল করিম গণমাধ্যমকে জানান, প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের অভয়াশ্রমগুলোতে যাতে মাছ শিকার বন্ধ থাকে সেজন্য এবার কাপ্তাই হ্রদে ২৪ ঘন্টা কোষ্টগার্ড পাহাড়ায় থাকবে। পাশাপাশি চোরাইপথে যাতে কাপ্তাই লেকের মাছ বাইরে পাচার করা না যায় সেজন্য বিএফডিসির পক্ষ থেকে মনিটরিং টিম রাস্তায় টহলে থাকবে বলে জানান বিএফডিসি ব্যবস্থাপক।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত মাছ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ রাখে। প্রতিবছর বিএফডিসি হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় হ্রদে ৫০ থেকে ৬০ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়ে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2