• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

প্রকাশিত: ১২:৪৬, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয়েছে সাড়ে আট হাজার টাকায়। শুক্রবার (৯ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে ইলিশটি নিলামে বিক্রি হলে স্থানীয় এক ব্যবসায়ী আট হাজার টাকায় কেনেন।

এর আগে শুক্রবার সকালের দিকে পদ্মা নদীর মোহনায় ফরিদপুরের কবিরপুর চরে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, শুক্রবার ভোরের দিকে কবিরপুর চরে জেলে ইসমাইল হালদারের জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের হালিম সরদারের আড়তে তোলা হয়। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন। পরে তিনি এক প্রবাসীর কাছে সাড়ে ৮ হাজার টাকায় মাছি বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘মাঝেমধ্যে কাতলা, রুই, পাঙ্গাশের দেখা মিললেও ইলিশের দেখা মিলে না বললেই চলে। হঠাৎ মাঝেমধ্যে দুই-একটি ইলিশ পাওয়া গেলেও দাম অনেক বেশি হওয়ায় ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এ সময় সৌখিন টাকাওয়ালা মানুষেরা এসব মাছ কিনে নেন।'

এ ছাড়া এ বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। তবে প্রায় দুই কেজি ওজনের এত বড় ইলিশ এ প্রথম ধরা পড়েছে বলে তিনি দাবি করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: