যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই আসামি গ্রেফতার

রাজবাড়ী থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ (৪৫) ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ সবুজ মন্ডল (৪০)। শনিবার (১০ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সাঈদের দেখানো মতে নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনের বাগানে পাটকাঠির গাদার মধ্যে থেকে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ২নং আসামি সবুজের দেখানো মতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: