জোড়া খুনের মামলায় হুমকি দেওয়া সেই তামান্না গ্রেফতার

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী স্বামী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডে চলন্ত প্রাইভেটকারে জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না। এরপর, গত ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে চলন্ত একটি প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে মামলায় তামান্নাসহ ৭ জনকে গ্রেফতার করেছে। বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: