• NEWS PORTAL

  • শনিবার, ২৪ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিভিন্ন দেশের জাল ডলার ও টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
বিভিন্ন দেশের জাল ডলার ও টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সাতক্ষীরা সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। 

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার পুত্র জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র রাসেল গাজী।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃত ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার্স মেশিন, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন, বিভিন্ন দেশের বেশ কিছু জাল ডলার এবং নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সীলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: