কল্পনা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কল্পনা হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জের পারতিল্লী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। রবিবার (২৫ মে) দুপুরে সাটুরিয়া উপজেলার দক্ষিণ পারতিল্লী এলাকায় আয়োজিত এই মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন নিহতের বাবা কল্পনার বাবা মো. কান্দু মিয়া, মা উজালা বেগম, প্রতিবেশি সোনা মিয়া, ইসমাইল হোসেনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১১ মাস আগে কল্পনার স্বামী ঘাতক রুবেল ও তার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার মিথ্যা নাটক সাজায়। আদালতে মামলা করলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সুষ্ঠু তদন্ত করে স্বামী রুবেলসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: