• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

কামরুল কানন, নোয়াখালী

প্রকাশিত: ১৬:৫২, ১ জুন ২০২৫

ফন্ট সাইজ
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে দুটি ডলফিন মাছ ভেসে এসেছে। শনিবার (৩১ মে) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসিমার্কেট এলাকার মেঘনা নদীতে মাছ দুটি দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. আশরাফ উদ্দিনসহ কয়েকজন জেলে দুটি ডলফিন দেখতে পান। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ডলফিন দুটি একনজর দেখতে ছুটে আসেন সমুদ্র উপকূলে। ঘটনার পর নিঝুমদ্বীপের বাসিন্দাদের অনেকে এই বিরল ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আশরাফ উদ্দিন বলেন, সকালে নদীতে গিয়ে দেখি সমুদ্রে দুটি বিশাল প্রাণী ভেসে এসেছে। কাছাকাছি গিয়ে চিনতে পারি—ডলফিন মাছ। সেগুলো খুবই বড় আকারের। আমরা স্থানীয়দের সহযোগিতায় ডলফিনগুলো আবার স্রোতের মাধ্যমে গভীর সমুদ্রে ভাসিয়ে দিই।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান  বলেন, বিষয়টি আমি জেনেছি। জোয়ারের ফলে ডলফিন দুটি তীরে চলে আসে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। স্থানীয়রা ডলফিনের বাচ্চা দুটি ভাসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে, কিন্তু ডলফিন দুটি আর ফিরে আসেনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2