• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দীঘিনালায় বন্যা: তলিয়ে গেছে সড়ক, লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২ জুন ২০২৫

ফন্ট সাইজ
দীঘিনালায় বন্যা: তলিয়ে গেছে সড়ক, লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণের খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে ৫৪ পরিবার। সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙামাটির লংগদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, হাজাছড়ার একাংশ, কুমিল্লা পাড়া, ৩ নম্বর কলোনি ও মেরু বাজারের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪টি পরিবার ও ছোবাহানপুর আরএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি পরিবার আশ্রয় নিয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী,পুলিশ,আনসার ও যুব রেডক্রিসন্ট সদস্যারা কাজ করছে।

বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি

দীঘিনালায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সোমবার সকালে বিভিন্ন আশ্রয় শিবিরে শুকনা খাবার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পর্যাপ্ত ত্রাণ রয়েছে।  দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। 

এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রন্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। 

বৃষ্টি অব্যাহত থাকলে খাগড়াছড়িতে পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশংকা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2