কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন, চালু হলো ৪ ইউনিট
সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পানির উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২ জুন) সকালে যোগাযোগ করা হলে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত অত্র কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট চালু করা হয়েছে। ৪টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১, ২ ও ৪ নং ইউনিটের প্রত্যেকটা হতে ৪০ মেগাওয়াট করে এবং ৫ নং মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াট মোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে।
তিনি আরোও জানান, এতদিন কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুধুমাত্র ১টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত শনিবার (৩১মে) ২টি ইউনিট এবং গতকাল রবিবার (১ জুন) ৪টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি ১টি ইউনিটও চালু করতে পারবো।
এদিকে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে সোমবার(২ জুন) সকালে যোগাযোগ করা হলে এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল ৮৬.৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টি যেভাবে পড়ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: