• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রবাসী নারীর গাড়িতে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ৩ জুন ২০২৫

আপডেট: ১৬:৫৮, ৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসী নারীর গাড়িতে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ৫ ডাকাত।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। সোমবার (২ জুন) সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বারিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মোঃ আব্দুল হাকিম, মোঃ আমির হোসেনের ছেলে  সোহাগ, মোঃ আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মোঃ আরিফ হোসেন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসি এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মহাসড়কে থাকা টহলপুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। এসময় ডাকাদদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবৃদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2