• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে গাড়ি উল্টে নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ১০ জুন ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে গাড়ি উল্টে নারীর মৃত্যু

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে মাটিরাঙার তবলছড়ি বিরাশিটিলায় গাড়ি উল্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত পরমিলা ত্রিপুরা মাইসছড়ির গুজা ত্রিপুরা স্ত্রী। 

স্থানীয়রা জানায়, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুর বাড়ি যাচ্ছিলো। নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাকে বহনকারী মাহেন্দ্র গাড়ি উল্টে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জন আহত হয়। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে। 

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌফিকুর রহমান বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই পরিবারের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2