• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

শর্টসার্কিটের আগুনে পুড়লো দোকান, ১৫ লাখ টাকার ক্ষতি 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩১, ১৯ জুন ২০২৫

ফন্ট সাইজ
শর্টসার্কিটের আগুনে পুড়লো দোকান, ১৫ লাখ টাকার ক্ষতি 

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সংলগ্ন হাবিব ম্যানশনের বিল্ডিং এ জম জম ফ্যাশন হাউজর কাপড়ের দোকানে শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  

বৃহস্পতিবার  সকালে ৯ টার দিকে উপজেলা পরিষদের সামনে নছর উদ্দিন সরদার পাড়ায় অবস্থিত হাবিব ম্যানশনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের মাধ্যমে জানা যায়, দোকানে ফ্যান থেকে আগুনের সুত্রপাত হয়ে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক শামীম ব্যাপারী জানান, রাতে দোকান বন্ধ করে গিয়েছিলাম সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্ভবত ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। ফ্যানটি সম্পূর্ণ পুরে নিচে পুরে গেছে। 

গোয়ালন্দ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ফায়ারসার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ৫০ লক্ষ টাকার মালামাল ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2