• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাওনা টাকার জন্য শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৪, ২০ জুন ২০২৫

ফন্ট সাইজ
পাওনা টাকার জন্য শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন

রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্বশুর সাইদুল প্রামানিকে উদ্ধার করে। এ ঘটনায় জামাতা মো. দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্প‌তিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হ‌লেন- মো. মিজান মন্ডল ও তার দুই ছেলে মো. দাউদ মন্ডল ও মো. নাজমুল মন্ডল।

স্থানীয়‌রা জানান, শ্বশুর ও জামাতা দাউদ মন্ডলের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌সে সময় এক মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এ নি‌য়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার সালিস করেও সুরাহা হয়নি। আজ সকা‌লে সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাতা দাউদ মন্ডল।

এ বিষয়ে পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ সাইদুল প্রামানিককে উদ্ধার ক‌রে‌ছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জ‌ড়িত থাকার অভিযোগে জামাতাসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া‌ধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2